মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০২ এপ্রিল:
”অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরে যৌথ উদ্যোগে র্যালী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৪।
বৃধবার সকাল ৯টারদিকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাজ সেবা অদিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রিধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন সাদেক হোসেন বাবলু। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠান শেষে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
