মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় পকেট মারতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
ধৃত যুবকের নাম আমজাদ হোসেন। তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলার মোড় গ্রামের বাসিন্দা এবং ইসরাফিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় বাজার এলাকায় এক ব্যক্তির পকেটে হাত দেওয়ার সময় স্থানীয়রা আমজাদকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। এক পর্যায়ে সে পালিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, আমজাদ ঝাল মুড়ি বিক্রির পাশাপাশি বিভিন্ন সময়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে বলে অভিযোগ রয়েছে।