মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ড পুরাতন পোস্ট অফিস পাড়া যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সারাবিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করেছে বাংলাদেশেও এর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। করোনা ভাইরাসের সংক্রমণ দূর করতে ২৫ এপ্রিল পর্যন্ত সকল দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ ঘোষণা করেছেন সরকার।
এতে উচ্চবিত্তদের কোন সমস্যা না হলেও সমস্যায় পড়েছে অটোচালক রিকশাচালকসহ সকল প্রকার দিনমজুরেরা, আর এই দিনমজুরদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো ১ নম্বর ওয়ার্ড পুরাতন পোস্ট অফিস পাড়া যুব সমাজ। তারা জানিয়েছে ১২০ জনকে আমরা সাহায্য করেছি।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে তারা শহরের বিভিন্ন অলিগলি ঘুরে এ সমস্ত অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের বাসায় খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পুরাতন পোস্ট অফিস পাড়া যুব সমাজের সদস্য শিলন খান মেহেরপুর নিউজ কে জানাই আমাদের যারা সহযোগিতা করেছে আপনাদের মাধ্যমে তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই । এ সময় পুরাতন পোস্ট অফিস পাড়া যুব সমাজের সদস্য শাফিন, জান্নাতুল, আলিফ, সিফাত, রাব্বি, নাঈম, উল্লাস, রকিব, মিলন, নাঈম খান, শাকিল,জিম প্রমূখ উপস্থিত ছিলেন।