মেহেরপুর নিউজ:
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ ধাপের ১১তম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (ডিআইজি) কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার)।
প্রশিক্ষণ চলাকালে কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করা হবে—তা তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।