মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর:
মেহেরপুরে পৃথক দু’টি গ্রামে ঘরের ছাদ থেকে পড়ে এক শিশু ও এক বৃদ্ধা আহত হয়েছে। আহত দুজনকে মেহেরপুর জেনরেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ও দিঘির পাড়ার এ ঘটনা দু’টি ঘটে।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের খেদের আলীর স্ত্রী ওমেলা খাতুন (৭০) ঘুম থেকে উঠে নিচে নামার সময় পা ফসকে পরে যায়। একই দিনে দিঘির পাড়া গ্রামের লাভলুর মেয়ে তিথি(৭) ছাদে খেলা করার সময় পা ফসকে নিচে পরে আহত হয়।পরে তাদের দু’জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
