মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারী:
মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কে পৃথক র্দূঘটনায় ৭ জন আহত হয়েছে। তারা হলো : মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের সৈয়দ আলীর ছেলে হাবিব(২৮),মৃত আবু বকরের ছেলে মতিয়ার(৫০),আমঝুপি উত্তরপাড়ার মৃত কুরাত আলীর ছেলে শফিকুল,যুগিন্দা গ্রামের আ: হান্নানের ছেলে ইয়াসিন(২৫),দীন মহাম্মদের ছেলে সবুজ(১৫),হাবিবুরের ছেলে জাফরুল (৪০)এবং উমর আলীর ছেলে মফিজুল(৩০)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটর সাইকেল যোগে চাদবিলের হাবিব,মতিয়ার ও আমঝুপির শফিকুল আমঝুপি যাচ্ছিল। অপর দিকে থেকে একটি টেম্পু মেহেরপুর অভিমুখে আসার পথে অয়ন ফিলিং স্টেশনের নিকট পৌছালে মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী তিন জন রাস্তায় ছিটকে পড়ে্। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে বিকাল সাড়ে ৫টার দিকে যুগিন্দা গ্রামের ইয়াসিন,সবুজ,জাফরুর ও মফিজুল আলগামনে করে কাচা সব্জি নিয়ে মেহেরপুর বাজারে আসছিল । এমন সময় চুয়াডাঙ্গা থেকে এ আর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস আমঝুপি ফার্মের নিকট পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে আলগামনটিকে ধাক্কা মারে । এ সময় আলগামন যাত্রীরা রাস্তার ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয় । পরে স্থানিয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
