মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন:
মেহেরপুরে পৃথক পৃথক সড়ক র্দুঘটনায় ৪জন আহত হয়েছেন । আহতরা হলেন , মালেক(৪৫) আয়ুব (৪০),ফারুক(৩৫), মনিরুল (৩৮) । আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, আহতরা সকলে আশংকা মুক্ত।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গুচ্ছ গ্রামের মান্নানের ছেলে মালেক বামন পাড়ার আলাউদ্দিনের ছেলে ফারুক ও সাতক্ষীরা জেলার আয়ুব আলী ব্যাক্তিগত কাজ শেষে মটর সাইকেল যোগে মুজিবনগর আট কবর থেকে মেহেরপুর ফেরার পথে মুজিবনগরের বল্লভপুর মিশনের কাছে স্প্রীড ব্রেকার পার হওয়ারর সময় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তারা রাস্তার উপরে ছিটকে পড়ে। স্থানিয়রা তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপর দিকে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড পাড়ার হায়াত আলীর ছেলে মনিরুল কাথুলী থেকে নির্মান কাজ শেষে মটর সাইকেল যোগে মেহেরপুর আসার পথে মনোহরপুর নামক স্থানে পৌঁছালে রাস্তার পাস থেকে আচমকা একটা ছাগল রাস্তার উপর চলে আসলে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ছাগলের সাথে সজোরে ধাক্কা মারলে রাস্তার উপরে ছিটকে পড়ে। স্থানিয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
