মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামে পৃর্ব শত্রুতার জের ধরে হাছান (২২) নামের এক যুবক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, আহত হাছানের পিটে কোপ লেগেছে তার ১০টি সেলাই হয়েছে।
জানাগেছে, শনিবার বিকালে মোনাখালি উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে হাছান মোনাকালি বাজারে মাচার উপরে বসে থাকা অবস্থায় একই গ্রামের চান্দুর ছেলে আতিয়ার পিছন দিক থেকে এসে হাছানের পিটে কোপ মেরে পালিয়ে যায়। এসময় স্থানিয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
