মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১শ ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।