মেহেরপুর নিউজ, ১৭ মে:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে হোটেলবাজার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জুয়েল রানা, গাংনী উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম, শহর সভাপতি আরিফ হোসেন, কলেজ শাখা সভাপতি কুদরত এ খুদা রুবেল, ছাত্রনেতা প্লাবন প্রমুখ।