মেহেরপুর নিউজ:
প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং প্রবাসে মৃত্যের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরোয়ার ভূঁইয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লা ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আখতার খানম।পরে সেখানে উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। মোট ৫৪ জন উপকারভোগীর মাঝে এক কোটি ৯৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।