মেহেরপুর নিউজ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ, মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমীন দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক, মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তারুজ্জামান।