মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনাশতনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এর সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জয়নাল আবেদীন, আসাবুদ্দৌলা, শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে ও মেহেরপুর আলোকিত হবে। বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষার্থীকে নিজের সন্তান করে নিতে হবে। তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় মন-মানসিকতা ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। এদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কোনো বিকল্প নেই। আর এটির জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে শিক্ষকদের।