মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
বুধবার সকালে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পানির সঙ্গে জীবাণুনাশক মিশিয়ে স্প্রে করেছে।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা করোনা ভাইরাস যেন ছড়িয়ে না যায় সেজন্য গণসচেতনায় সরাসরি অংশ নিয়ে ভাইরাসের প্রাদুর্ভাব রোধের জন্য জনসমাগম এড়ানোর অনুরোধ করা হয়েছে।