ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের পানিবাহী গাড়ি দিয়ে ও ট্রাকে করে মেহেরপুরের মহাজনপুর সড়কের খন্দকার পাড়া থেকে রায়পুর পর্যন্ত ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক স্প্রে (ব্লিচিং পাউডার মিশ্রিত পানি) করেছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর সড়কের খন্দকার পাড়া থেকে রায়পুর গ্রাম পর্যন্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের পানিবাহী গাড়ি দিয়ে সড়ক জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
এর আগে করোনা ভাইরাসের প্রভাব শুরু হওয়ার পর থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের পানিবাহী গাড়ি দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম নিয়মিত ভাবে করে যাচ্ছে।