মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর:
মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে তাদের নিজ বাড়ি থেকে তাদের আটক করে সদর থানার এস আই ফারুক।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এস আই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল রঘুনাথপুর গ্রামের আদম আলীর ছেলে আমিনুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ আমিনুলকে আটক করে।
এদিকে এর পরপরই পিরোজপুর ক্যাম্পের এ এস আই মহিদুলের নেতৃত্বে পুলিশের অপর একটি দল রঘুনাথপুর আশ্রয়ন থেকে আমিনুলের স্ত্রী বাছিরনকে ২৯ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেট সহ আটক করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। যার নং ০৮ ও ০৯।