মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী:
মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে খুলনাগামী আর এ পরিবহন তল্লাশী করে ১০০ বোতল ফেন্সিডিলসহ সিরাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মহি ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে একটি পরিবহনে যাত্রী বেশে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর কোর্ট পুলিশের কম্পিউটার অপারেটর ওয়াজেদ আলী মুজিবনগর থেকে মেহেরপুরগামী আর এ পরিবহনটি কোর্ট এলাকায় পৌছালে তাতে অভিযান চালায়। এ সময় পরিবহন থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহন করার দায়ে সিরাজুল কে আটক করে। পরে পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সদর থানার এ এস আই বাবুল ঘটনাস্থলে পৌছে ফেন্সিডিল সহ আসামীকে সদর থানায় নিয়ে আসে।