মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর:
মেহেরপুর পৌর সভার প্রায় ৩৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত মেহেরপুর ওয়াবদা সড়কের ঈদগাহ’র প্রবেশ দ্বারে নির্মিত সুদৃম্য ফোয়ারা গেটের উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু ফোয়ারা গেটের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ এস ইমন, জাগো মেহেরপুর’র ,মুখপাত্র শোয়েব রহমান, মেহেরপুর পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ফোয়ারা গেট উদ্বোধনের পরপরই সেখানে দর্শকদের উপচেপড়া ভীড় লেগে যায় ।