মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন:
মেহেরপুরে আন্তঃ স্কুল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
খেলায় জয় পেয়েছে বন্দর স্কুল। খেলায় বালক ও বালিকা উভয় বিভাগে জিতেছে বন্দর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালিকা বিভাগে্র খেলায় বন্দর বালিকা দল ৪-১ গোলে হারায় চকশ্যামনগর দলকে।
অপর দিকে একই দিনে একই মাঠে বালক বিভাগে চকশ্যামনগর বালক দলকে ৪-২ গোলে পরাজিত করে বন্দর বালক দল। খেলায় সফলতার জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট সাংবাদিক আবু লায়েচ লাবলু।
