মেহেরপুর নিউজ:
টাইব্রেকারে একজন খেলোয়াড়ের পরপর দুটি শট বাতিল করার প্রতিবাদে দীর্ঘক্ষন খেলা বন্ধ থাকার পর শেষ পর্যন্ত খেলাটি পরিত্যক্ত করে পুনরায় খেলা পরিচালনা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ খেলায় আমদাহ ইউনিয়ন এবং বুড়িপোতা ইউনিয়ন একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও শেষ পর্যন্ত আর খেলাটি শেষ হয়নি।
খেলার শুরুতে প্রথমাদ্ধের ৬ মিনিটের মাথায় আমদা ইউনিয়নের পক্ষে হাফিজুল গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় বুড়িপোতা ইউনিয়নের হৃদয় গোল করে খেলায় সমতা ফেরান। এরপর বাঁকি সময়ে বুড়িপোতা ইউনিয়ন পরপর দুটি শর্ট বারে লেগে ফিরে আসার পরে নির্ধারিত সময় পর্যন্ত আর কোন গোল না হয় শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ভাবে খেলা শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। টাইব্রেকারে আমদার পক্ষে প্রথমে রকিবুল, পরে শিমুল ও রাসেল একটি করে শট নেন তিনজনেই গোল করেন।বুড়িপোতার পক্ষে প্রথম শটে মেহেদি এবং দ্বিতীয় শট হাবিবুর গোল করেন। আজিজুল বুড়িপোতা পক্ষে তৃতীয় শট নেওয়ার পর আমদর গোলরক্ষক সজীব বলটি আটকে দেন।
এর আগে অবশ্য সহকারি রেফারি আশিক আমদর গোলরক্ষক সজীব শট নেওয়ার পূর্বেই লাইন থেকে বেরিয়ে আসার অভিযোগে পতাকা উত্তোলন করলে রেফারি ফারহা হোসেন লিটন আজিজুলকে পুনরায় শট নেয়ার সুযোগ দেন। আজিজুল দ্বিতীয় শট নেওয়ার পরপরই আবারো গোলরক্ষক সজীব আটকে দেন। একই কায়দায় সরকারি রেফারী আশিক আবারো পতাকা উত্তোলন করে তাকে পুনরায় শট নেয়ার সুযোগ করে দিলে আপত্তি জানায় আমদাহ ইউনিয়নের খেলোয়াড় এবং দর্শকরা। এক পর্যায়ে মাঠে তর্ক বিতর্ক শুরু হয়। এবং সরকারি রেফারি আশিককে লাঞ্ছিত করা হয়। পরে দীর্ঘক্ষন খেলা বন্ধ থাকার পর খেলাটি পরিত্যক্ত ঘোষণা করে পুনরায় খেলা করানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হলে উভয় দলই তাতে সম্মতি জানান এবং মাঠ ত্যাগ করেন। বুধবার খেলাটি পুনঃরায় অনুষ্ঠিত হবে।
