মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমির ও মেহেরপুর–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান বৃহস্পতি বার সকালে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতীক ও কর্মসূচি তুলে ধরেন।
গণসংযোগে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, শ্যামপুর ইউনিয়ন আমির মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি মকলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।