মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
মেহেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ/১২ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলায় দায়িত্বরত জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রশিক্ষিত ৩’শ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ রোববার সকাল ১০ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা ইউনিটের উদ্যেগে অনুষ্টিত জেলা আনসার ও ভিডিপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক অরুন কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আব্দুল্লা হেল বাকি। সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার।স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ শাহ আলম।
সমাবেশ শেষে প্রধান অতিথি ভাল কাজের স্কীকৃতি হিসেবে ৩০ জন আনসার ও ভিডিপি সদস্যের হাতে পুরস্কার তুলে দেন।