মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বাংলা নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুুতি সভায় বাংলা বর্ষকে বরণ করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে মঙ্গল শুভযাত্রা, বৈশাখী মেলা এবং বিভিন্ন প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তুুতি সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরদার মোস্তফা শাহীন,মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রন্জন রায়,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু,সরকারি কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শাশ্বত নিপ্পল চক্রবর্তী প্রমুখ ও উপস্থিত ছিলেন।