মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে জোরপূর্বক বাড়িতে তালা মেরে দখল নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাড়ি থেকে উচ্ছেদ হওয়া হাওয়াজান (৮০) বেগমের ছেলে বাবলু অভিযোগ করেন, গত ২৩ জুলাই দুপুরে প্রতিপক্ষ লুনা, রুনা, পর্বত, পরশসহ তাঁদের পরিবারের সদস্যরা তাঁর মাকে বাড়ি থেকে বের করে দেন এবং বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেন।
তিনি বলেন, “আমার মা দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করছেন। ওইদিন তাকে জোর করে বের করে দেওয়া হয়। বাড়ির ভেতরে আমাদের কাপড়-চোপড়, টাকা-পয়সা সবকিছুই রেখে দেওয়া হয়েছে। আমরা এখন রাস্তায় রাস্তায় এক কাপড়ে ঘুরছি।”
বাবলু জানান, এই ঘটনার বিষয়ে মেহেরপুর কোর্টে একটি মামলা চলমান রয়েছে। তবে আদালতের কোনো আদেশ ছাড়াই প্রতিপক্ষরা জোরপূর্বক দখল করেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “বাড়ি দখলের পর আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি। আমাদের ওপর যে অন্যায় হয়েছে, তার বিচার চাই।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে বাবলু ও তাঁর পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং ন্যায়বিচার দাবি করেছেন।