মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দলের ঘোষিত ৩১ দফা রূপরেখা ভিত্তিক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে বড়বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে হোটেল বাজার মোড়, শাহ আলম পৌর মার্কেট, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে কলেজ মোড় পর্যন্ত পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ শেষে কলেজ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। তাঁরা দলের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণের কাছে বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও ভিশন ব্যাখ্যা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি, ইলিয়াস হোসেন, রোমানা আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অত্যাবশ্যক। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন ও সংগঠিত করতে চাই।”