চলমান নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে মেহেরপুর জেলায় ৯ জন বিএনপি-জামায়াতের কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এসব বিএনপি-জামায়াতের কর্মী সমর্থকদের আটক করে। এদের মসধ্যে সদর থানায় ৩ জন, গাংনী থানায় ৩ জন ও মুজিবনগর থানায় ৩ জন আটক হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার আশংকায় বিএনপি জামায়াতের এসব কর্মী সমর্থকদের আটক করা হয়েছে। রোববার আটকৃতদের আদালতের মাদ্য জেল হাজতে পাঠানে হবে।
