মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বিচার বিভাগের উদ্যোগে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ এস. এম. নাসিম রেজা ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়, যেখানে দেশের বিচার ব্যবস্থা এবং জনসেবার উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) তৌহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নুর নবী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. এম. মাসুদ জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ শারমিন নাহার, সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুর রহমান, সহকারী জজ মোঃ মাসুদ রানা।