মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবেটিং ফোরামের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত “জুলাই অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব”-এর চূড়ান্ত পর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জেলার তিনটি প্রতিষ্ঠান।
রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এ পর্যায়ের ফাইনালে প্রতিষ্ঠানটির দল—ফিয়াদ বিন হাসান, আবু জারিফ মোহাম্মদ জায়ান ও সুমাইয়া সুলতানা—গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনিক আহমেদ, রজনী আক্তার রিম্পা ও সুবর্ণা খাতুনের দলকে পরাজিত করে।
প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আবু আরিফ মোঃ জায়ানকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত করা হয়।
কলেজ পর্যায়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের দল—তানজিমা তাসমিম হক মোহনা, মধুমিতা আক্তার জুঁই ও শামসুন্নাহার মিম—মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের শামীম মিয়া, তানজিম অথৈ ও আব্দুল বায়েজিদের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেহেরপুর সরকারি কলেজের দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতায় ইমারা খাতুন, কামরুন্নাহার মিলা ও জান্নাতুল ফেরদৌসের সমন্বয়ে গঠিত দল বিজয়ী হয়। তারা পরাজিত করে রাকিব হাসান, ইসতিয়া তাবাসসুম ও মোহিনী মিমের দলকে।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মঈন উল আলম ও নিগার ইসলাম। বিচারকের দায়িত্বে ছিলেন মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, সানজিদা ফেরদৌস এবং সদর উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, এবং মেহেরপুর সরকারি কলেজের রোভার মেট অনিক ইসলাম প্রমুখ।