মেহেরপুর নিউজ:
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার লটারি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতার লটারির ড্র অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর,আবির আনসারী উপস্থিত থেকে লটারির ড্র কার্যক্রম পরিচালনা করেন। আগামী ১৩ মে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে ৩ দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় মেহেরপুরে ৩ উপজেলার মোট ১২টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে জুনিয়ার গ্রুপে ৬ এবং সিনিয়র গ্রুপে ৬টি দল রয়েছে।