মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের উদ্যোগে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করুন” প্রকল্পের অর্থায়নে বিনা উদ্ভাবিত উন্নত জাত বিনা সরিষা-১১ এর সঙ্গে বারি সরিষা-১৪ এর প্রায়োগিক পরীক্ষার মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মাঠে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। মাগুরা বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতর বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্রের খামার ব্যবস্থাপক মো. আবু সাঈদ।
বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী-২ আলা আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা লাইলাতুল ফেরদৌ, কৃষক জিয়াউর রহমান, আবু হুরায়রাসহ অন্যান্যরা।
এর আগে অতিথিবৃন্দ সরিষার প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন এবং উন্নত জাতের ফলন ও সম্ভাবনা সম্পর্কে মতবিনিময় করেন।