মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। এছাড়া সুবাহ সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক মইনুল আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গও আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, বন কর্মকর্তা এইচটি হামিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।