মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে শহরের বোম্বে ব্রেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান। এসময় তাকে সহায়তা করেন সেনাবাহিনীর একটি দল, মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, পুলিশ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে বোম্বে ব্রেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।