মেহেরপুর নিউজ :
ভুয়া ডাক্তার সেজে রোগী দেখার দায়ে মোবাইল কোর্টে জরিমানার পর এবার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে এক প্রতারক। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়া আব্দুর রউফ নামের ওই ব্যক্তি গণপিটুনির শিকার হন এবং পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রউফ বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে গ্রাম্য ডাক্তার আব্দুল মাবুদের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা আদায় করেন। সোমবার ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে টাকা আদায়ের পর মঙ্গলবার পুনরায় ফোন করে অতিরিক্ত টাকা দাবি করেন।
রাতের দিকে পুনরায় টাকা নিতে আসলে স্থানীয়দের সন্দেহ হয় এবং একপর্যায়ে তাকে আটক করে গণপিটুনি দেয়া হয়। পরে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রউফকে নিজেদের হেফাজতে নেয়।
আব্দুল মাবুদ জানান,“সোমবার সে এসে আমাকে নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে মঙ্গলবার বারবার ফোন করে আরও টাকা দাবি করে। রাতে টাকা নিতে এলে আমি তাকে চ্যালেঞ্জ করি, তখন স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে।”
ফ্ল্যাশব্যাক: ডাক্তার সেজে প্রতারণা
ভারতীয় নাগরিক আব্দুর রউফ এর আগেও মেহেরপুর শহরে প্রতারণার ঘটনা ঘটিয়েছেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে শহরের মল্লিকপাড়ায় ‘স্বাস্থ্য সাথী ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে রোগী দেখা শুরু করেন।
তথ্য যাচাই করে মেহেরপুর সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ভুয়া ডাক্তার হিসেবে প্রমাণিত হলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির চেষ্টা চালিয়ে আসছিল।