নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভৈরব কাপ ফুটবল টুর্নামেন্টে কামদেবপুর একাদশ জয়লাভ করেছে।
রবিবার অনুষ্ঠিত খেলায় কামদেবপুর ট্রাইব্রেকারে ৪-২ গোলে রামদেবপুর একাদশকে পরাজিত করে। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে নিস্পত্তি করা হয়।
খেলায় কামদেবপুর একাদশের পক্ষে হাসান, মনিরুল, ইমরান ও রুমি এবং রামদেবপুর একাদশের পক্ষে তোতা ও মমিন গোল করে। খেলাটি পরিচালনা করেন আলমগীর হোসেন লাল্টু তাকে সহযোগিতা করেন সুমন ও জাহাঙ্গীর।