মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ” প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর খামারবাড়ি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম।
উদ্বোধনী দিনে প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন ও চায়না খাতুন প্রমুখ। বক্তারা মসলার আধুনিক চাষাবাদ, উচ্চফলনশীল জাত ও প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতির ওপর আলোকপাত করেন।
প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত চাষিরা অংশগ্রহণ করছেন। তারা মসলাজাতীয় ফসলের আধুনিক চাষাবাদ, রোগবালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে, এই প্রশিক্ষণ মেহেরপুরের মসলা চাষে নতুন দিগন্ত উন্মোচন করবে।