মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানুর বাড়িতে প্রকাশ্য দিবালোকে দু:সাহসিক চুরির ঘটনায় শুক্রবার পর্যন্ত ১০ জনকে আটক করলেও চুরির আসল রহস্য জট কিংবা চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে এ ঘটনায় আটক ও হয়রানির ভয়ে অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে।
গত ২ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে বাড়ির প্রধান দরজার গ্রীল ও ঘরের আলমীরা ভেঙ্গে ১০ ভরি র্স্বনালংকার চুরি করে নিয়ে চোরের দল। ওই ঘটনার পর থেকে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালো পাড়ার মফিজের ছেলে হৃদয় ওরফে ডিপজল, মসলেমের ছেলে সাইদ, মোহর আলীর ছেলে শাহিন, ওমর আলীর ছেলে ওয়াসিম, আক্কাস আলীর ছেলে মাসুদ ওরফে রানা, রেজাউলের ছেলে তুষার, পাতানের ছেলে মেগা, শাহিন আলীর ছেলে ফয়সাল, হাফিজের ছেলে রলি এবং শাহার আলীর ছেলে রাশেদুজ্জামান সজলকে আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে ঘটনার প্রায় ৪ দিন অতিবাহিত হলেও ঘটনার আসল রহস্য কিংবা চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করেতে ব্যার্থ হয়েছে পুলিশ।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি । যতদ্রুত সম্ভব চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ আসল চোরকে আটক করার।