মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার শিশুদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে মায়েদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রঘুনাথপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে রঘুনাথপুর কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় শিশুদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মায়েদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন।