মেহেরপুর নিউজ:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী ফুটবল (অনূর্ধ্ব ১৫) , অ্যাথলেটিক(অনূর্ধ্ব ১৪) ও সাঁতার(অনূর্ধ্ব ১৪) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল, অ্যাথলেটিক ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।মেহেরপুর জেলা প্রশাসক সিপাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ফুটবল, অ্যাথলেটিক ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন।জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার হাবিবুর রহমান, মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফাতেমা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম প্রমূখ।
মাসব্যাপী ফুটবল, অ্যাথলেটিক ও সাঁতার প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহণ করছে। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রীড়া শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, আব্দুল মাবুদ, জেলা ফুটবল কোচ আব্দুল মালেক। এর আগে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বেলুন উড়িয়ে মাসব্যাপী ফুটবল (অনূর্ধ্ব ১৫) , অ্যাথলেটিক(অনূর্ধ্ব ১৪) ও সাঁতার(অনূর্ধ্ব ১৪) প্রশিক্ষণের উদ্বোধন করেন।