মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন, বাল্যবিবাহ, মাদক ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আর, এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুমানা হেলালি জুশি প্রমুখ।