মেহেরপুর নিউজ:
সিএসএস এর স্থপতি রেফারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া সিএসএস অফিস প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা যারা মানুষের সেবা দিচ্ছেন, তাদের এই মহৎ উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই। উপজেলা নির্বাহী অফিসার বলেন, যারা গ্রাম গ্রামান্তর থেকে মানুষের সেবা নিতে আপনাদের দ্বারস্থ হচ্ছেন, তারা যাতে সেই সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। সদর উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বাল্যবিবাহ এবং কম বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে না দেওয়ার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক ফজলুল হক, মেহেরপুর প্রগতি ক্লিনিকের স্বত্বাধিকার হাফিজুর রহমান। বক্তব্য রাখেন সিএসএসের আঞ্চলিক ব্যবস্থাপক আনিসুর রহমান, মেহেরপুর শাখার ব্যবস্থাপক দেবাশীষ বিশ্বাস। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা. খায়রুল আলম রোগীদের চিকিৎসা প্রদান করেন, এবং তাদের মাঝে ওষুধ বিতরণ করেন।