মেহেরপুর নিউজ,০৯ এপ্রিল:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়াদ উত্তির্ণ খাবার বিক্রি করার দায়ে ৩ ব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে ঐ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, মেয়াদ উত্তির্ণ খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে বোম্বে ব্রেড এন্ড কনফেকশনারীর ৫ হাজার টাকা, থানা সড়কের নজরুলের মুদি দোকানে ২ হাজার টাকা, সায়েমেরে দোকানে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।