মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মে:
মেহেরপুর পৌরসভার দীঘিরপাড়া গ্রামের মজিবুর রহমান শেখের ছেলে যুবলীগ কর্মী নাগরাম হত্যার অভিযোগে আটক মেহেরপুর শহরের গড়পাড়ার সামুর ছেলে জাহিদ সুস্থ হয়েছে। আজ শনিবার তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে পুনরায় জেলখানায় নেয়া হয়েছে।
জানা যায়, আটক জাহিদ গত বৃহস্পতিবার জেল হাজতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ প্রহরায় দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
উল্লেখ্য, গত ৪ মে দুপুরের দিকে লিচু খাওয়া কেন্দ্র করে ২ যুবলীগ কর্মীর বাকবিতান্ড হয়। এতে মেহেরপুর পৌরসভার দীঘিরপাড়া গ্রামের মজিবুর রহমান শেখের ছেলে নাগরাম খুন হন। মেহেরপুর শহরের গড়পাড়ার আকালীর ছেলে রিপন, সামুর ছেলে জাহিদ, সোনা শাহ’র ছেলে আকালী, শেরে গুলের ছেলে জসিম, কামালের ছেলে হিরোকসহ আনারল ও মিরাজুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ২ দিন পরে মেহেরপুর সদর থানা পুলিশ সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে জাহিদসহ ৪ জনকে আটক করে।
