মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে যৌতুক নিরোধ আইনের একটি মামলার হাজিরা শেষে জামাতাকে অপহরণের ব্যর্থ চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ভবন চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের রবিন কর্মকারের মেয়ে সোমা কর্মকারের সঙ্গে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুনীল মজুমদারের ছেলে সুকুমার মজুমদারের বিয়ে হয় ২০২৩ সালের ১৫ ডিসেম্বর, হিন্দুধর্মীয় রীতিতে। বিবাহের কিছুদিন পর, ২০২৫ সালের ৮ জানুয়ারি, সোমা কর্মকার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আমলী) আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইন, ৩ ধারায় সুকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় উভয় পক্ষ আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে সুকুমার মজুমদার তার আইনজীবীর সঙ্গে দেখা করে আইনজীবী ভবন থেকে বের হওয়ার পরপরই বাদী সোমা কর্মকার, তার পিতা রবিন কর্মকারসহ কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন।
এ সময় উপস্থিত আইনজীবী ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আইনজীবী ভবনে ফিরিয়ে নিয়ে যান। পরে আইনজীবীদের সহায়তায় পুলিশ পিকআপ ভ্যানে করে তাকে নিরাপদে মেহেরপুর শহরের বাইরে পৌঁছে দেওয়া হয়।