মেহেরপুর নিউজ:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচন উপলক্ষে আরো ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার মনোনয়নপত্র সংগ্রহের ২য় দিনে সাধারন সম্পাদক পদে একজন এবং নির্বাহী সদস্য পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিন বিকেল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদের কাছ থেকে সাধারণ সম্পাদক পদে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা এবং নির্বাহী সদস্য পদে আসকার আলী, মিজানুর রহমান রানা, আব্দুর রব, সাফুয়ান আহমেদ রূপক ও এডভোকেট খন্দকার আব্দুল মতিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এনিয়ে সদস্য পদে মোট ৯ জন প্রার্থী হওয়ার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন।