মেহেরপুর নিউজ:
ছাত্র-জনতার জুলাই এবং গণঅভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং জেলা এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যানপাওয়ার অফিস (ডিইএমও) এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনিসুর রহমান।
আলোচনায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, ইসলামী ব্যাংকের প্রতিনিধি তামিম আহমেদ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি প্রকৌশলী শফিউদ্দিন, সিঙ্গাপুর প্রবাসী রোকনুজ্জামান, আবু মুসা ও মনিরা আখতার।
অনুষ্ঠানে বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো তিনজন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিমুল রহমান এক বছরে রেমিট্যান্স পাঠিয়েছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ২২১ টাকা, রকিবুল ইসলাম পাঠিয়েছেন ৮৩ লক্ষ ৪৪ হাজার ৬১৩ টাকা, এবং রবিউল ইসলাম পাঠিয়েছেন ৫৯ লক্ষ ৮১ হাজার ৪০১ টাকা।
তাদের এই অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা মত প্রকাশ করেন। এ সময় রেমিট্যান্স যোদ্ধাদের অবদানকে জাতীয়ভাবে মূল্যায়নের আহ্বান জানানো হয়।