মেহেরপুর নিউজ:
মেহেরপুর সিডিপি’র উদ্যোগে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন ইউএসএ এর অর্থায়নে শিশু সুরক্ষা নীতিমালা শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর সিডিপি মিলনায়তনে দিনব্যাপী শিশু সুরক্ষা নীতিমালা শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সিডিপি’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর রওশন আলী মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী, কনসালটেন্ট শাহ কামাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, এডভোকেট আল মামুন অনল, সিডিপি নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস, কো-অর্ডিনেটর, জনপি বিশ্বাস প্রমুখ।