মেহেরপুর নিউজ:
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার তিনটি উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এই উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ে আলোচনা সভা, দেশপ্রেমমূলক গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এসব আয়োজনের মূল লক্ষ্য।
সদর উপজেলার অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে ছিল, আমঝুপি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশু হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গাংনী উপজেলার অংশগ্রহণকারী বিদ্যালয়, পলাশীপাড়া, ইকুড়ি, রায়পুর, পশ্চিম মালসাদহ, গোপালনগর, সাহারবাটি, গাংনী মডেল, ও গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মুজিবনগর উপজেলার বিদ্যালয়গুলো, মুজিবনগর মডেল, গৌরিনগর, আনন্দবাস ও বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ সকল অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান দিবস হলো গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য নিদর্শন। শিশুদের মাঝেও এই ইতিহাস জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”