মেহেরপুর নিউজ:
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার রাতে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।
এছাড়া মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, মইনুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, তানজিলা শারমিন দৃষ্টি, শেখ তৌহিদুল কবীর, খাদিজা আক্তার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।