মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলম, কামরুজ্জামান, জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন প্রমুখ।
সভায় জেলার সার ও বীজের সরবরাহ, মজুত, মূল্য এবং ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়।