মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসব -২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন, সাহিত্য কর্মশালা, সাহিত্য পাঠের আসর ও সাহিত্য আড্ডা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন, সাহিত্য কর্মশালা, সাহিত্য পাঠের আসর ও সাহিত্য আড্ডা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।অন্যদের অতিরিক্ত জেলা প্রশাসক কাদির মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।